জীবন থেমে থাকে না -কাজী সেলিনা মমতাজ শেলী ≈≈≈≈≈≈≈≈≈≈ জীবন থেমে থাকে না, ঠিক যেন ওই নদীটার মতো, জীবনে গল্পের কোনো শেষ নেই গল্প জন্ম দেয় কত। যখন সন্ধ্যা নামে সন্ধ্যা প্রদীপ জ্বলে জীবন সংসারে, আপনার মগ্ন করে যেন জীবনের মাঝে শুধু তাহারে। জীবন এমনই হয়, সম্মুখে আঁধার যেন ওই গৃহপানে, অসীম সংসারে দুঃখ ভালোবাসা […]