জীবনের স্বপ্ন -কাজী সেলিনা মমতাজ শেলী ∼∼∼∼∼∼∼∼∼∼ জীবনের স্বপ্ন কখনো পূর্ণ হয়, কখনো বা ভেঙে যায়, জীবন মানে সংগ্রাম, জীবন যুদ্ধে সান্ত্বনা খুঁজে পায়। মনের মাঝে সুখ কুড়াতে মন বলে এ যেন ইচ্ছেধারা, মনের মাঝে বেজে উঠুক, যেন অমৃত গান চাঁদ তারা স্বপ্ন যেমনই হোক না কেন জীবন চলবে আপন গতিতে, করুণা ধারায় এসো জীবন, […]