আশির দশক -আব্দুস সাত্তার সুমন ≈≈≈≈≈≈≈≈≈≈ আগের দিনের ছেলেমেয়ে তালের পাতায় লিখে, পাঠশালাতে ভর্তি হয়ে আদব-কায়দা শিখে। গুরুজনের সম্মান করে চোখ নামিয়ে থাকে, আদর মাখা শাসন করে কাছে তারা ডাকে। ছোট বড় পরস্পরে ভালো তারা বাসে, মতামতে মুরুব্বিদের রাখে তাদের পাশে। বাংলা, উর্দু, হিন্দি ভাষায় সবাই কথা বলে, সোনালী সেই পূর্ণভূমি কোথায় গেছে চলে? পর্দা […]