ইচ্ছেগুলো থাকুক ভালো কলমে -শান্তি দাস ∼∼∼∼∼∼∼∼∼ ইচ্ছে করে, উড়ান নিতে ইচ্ছে ডানায় অচিন দেশে পাড়ি দিতে, সেইখানে আর কেউ নয় শুধু শুধু আমি রূপকথার দেশে যেতে। ইচ্ছে করে, নির্জনে নিরালায় বসে মনের কথা বলতে, ইচ্ছে করে পাহাড় থেকে ঝর্ণা ধারায় তোমার সঙ্গে নাইতে। ইচ্ছেগুলো থাকুক ভালো দূর আকাশে পাখির মতো মেঘের সাথে মিশতে, অপরূপ […]