স্বাধীনতার পঞ্চাশ বছরে
লিখেছেন : কল্লোল বিশ্বাস
আজ আমরা পৌঁছে যে প্রহরে
স্বাধীনতার পঞ্চাশ বছরে
সুবর্ণ জয়ন্তী করছি উৎযাপন,
অর্জন করতে সেই স্বাধীনতা
বাংলার সব সাহসী বীরগাথা
রণ ময়দানে হয়ে একতা
কত প্রাণ করেছিল সমাপন।
রক্তের বন্যায়
নদী ভরেছিল কানায় কানায়
কতো মা’র কোল হয়েছিল শূন্য,
কতো শিশু মাকে হারিয়ে তখন
বঞ্চিত সারা জীবনের মতন
তাদের কাছে পৃথিবীটা তখন
জঘন্য’র থেকেও অতি জঘন্য।
এতো কষ্টে অর্জিত দেশ
এতো কষ্টে অর্জিত স্বাধীনতা,
তবুও আমরা রাখতে পারিনি
একাত্তরের সেই একতা।
আজ আমরাই দোসর
আমরাই শত্রু
আমরাই রাজাকার,
যাদের জন্য স্বাধীনতা আজ
জ্বলে পুড়ে সব ছারখার।
আজ হয়েছি আমরা এতোই নিচু
স্বাধীনতা বলে থাকবেনা কিছু
যদি না হই সচেতন,
যেন সুবর্ণ জয়ন্তী নামেই মাত্র
করছি উৎযাপন।
০৯ এপ্রিল ২০২১
কবি পরিচিতিঃ কল্লোল বিশ্বাস ২০০১ সালের ২৮ এপ্রিল তারিখে যশোর জেলার খরিচাডাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সরোজিত বিশ্বাস এবং মাতার নাম সুচিত্রা বিশ্বাস। ২০১২ সালে শৈশবের একটা রঙিন মুহুর্তে ৫ম শ্রেণীতে অধ্যয়নকালে তার পিতৃবিয়োগ ঘটে। তিনি খরিচাডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় থেকে এস.এস.সি. এবং ভাতুড়িয়া হাইস্কুল ও কলেজ থেকে এইস.এস.সি. পাস করেন। তিনি লেখাপড়ার পাশাপাশি কৃষিকাজও করেন।সকলের আশীর্বাদ প্রার্থী ।