শুরু হয়েছে ‌বলেতো বিশ্বাসের
ভেতর
নিঃশ্বাস মেনে নিয়েই তো
চলতে হয় —–
তবু কেন বিশ্বাস ভেঙ্গে যায়
কখনো কখনো সেই সব নিঃশ্বাস
আর নিস্পাপ সময়ের কাছে?
একসময় তাই কেন যে একটুকু
সময়কেই দোষী করে থাকি !
নিজেকে কীসব ব্যবধানে
ব্যবধানে
নিঃশ্বাস আড়াল করে রাখি
যদিও আমি বা আমরা কখনো
তাও সবকিছু সব অপারগতাকে কেন
একধরনের আস্থায়
ছেড়ে দিই ?
নিয়ম মোতাবেক আমি মানি
সবকিছু ।
কারণ আমি জানি যে ,
নিঃশ্বাস ফেলেই
আমি তো একদিন ফিরে যাব–
ফিরে যেতে হবেই
পরিচিত এক আস্থায়
কিংবা অনাস্থায় আমাকে ।
তবু নিঃশর্ত ফেরার শর্তে
শর্ত কী নিঃশ্বাসের ?
*****
কবি পরিচিতি :
______________
কবি গণেশ পাল, পিতা মৃত রাধা গোবিন্দ পাল‌ ,মাতা মৃত উম্মিলা রানী পাল‌ ।
জন্মস্থান : বাংলাদেশের রাজশাহী বিভাগের
নাটোর জেলায় ১০৫০ সনের ০২ জুলাই জন্য
গ্রহণ করি । শিক্ষাগত যোগ্যতা :১৯৭২ সনে
বি এ‌ পাশ করি । কর্মজীবন :১৯৭৪ সনে
বাংলাদেশ সরকারের সমবায় বিভাগে চাকরি গ্রহণ করি ।২০০৮ সনে সমবায়
পরিদর্শক পদে চাকুরী শেষ করে অবসর
জীবন যাপন করছি ।
লেখালেখি :. কলেজ জীবন থেকে শুরু করে এখন পর্যন্ত বিভিন্ন বিষয়ে লিখে চলেছি ।
এখন পর্যন্ত ১০ টি বই প্রকাশিত হয়েছে ।এখনো প্রকাশিতব্য বই রয়েছে –২০ টি কাব্যগ্রন্থ ,৩ টি গল্পগ্রন্থ ও ২ টি অণুগল্পগ্রন্থ। কয়েক শত গান রয়েছে।
এখনো নিয়মিত ফেসবুকে লিখে চলেছি।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*