তোমার সন্ধান পাইনি বন্ধু।
এমন করে লুকিয়ে গেলে
যেমন করে পাতা ঝরার শব্দে
লুকিয়ে থাকে নির্মমতা…
তোমার বাইরে কিছুই লিখতে পারি না।
ইচ্ছে করে তোমার বাইরে
একটা কিছু লিখি,কিন্তু হয়ই না।
এ এক অদ্ভূত রোগ,
যার নির্দিষ্ট কোন উপসর্গ নেই…
হৃদয়ের শিরা-উপশিরা ক্ষয়ে ক্ষয়ে যায়।
কবিদের অসুখ এমনই!
কোন উপসর্গ নেই,
কোন প্রতিকার নেই,
কবিদের অসুখে শুধু কবিতা নেই।
কবিতাগুলো যেন নাগালের বাইরে,
একদম তোমার মতই।
বুকের গভীরে লাবন্যময় ক্ষত হয়ে
থাকা তোমাকে কি সহজে যায় পাওয়া?
বরুনার দেখা পায় না সবাই
সুনীল হতে চেয়েও;
হোক প্রেম স্বর্গীয়,তবু দ্যাখো-
কথা রাখেনি কেউ!
সময়ের কাছে আমি কিছু চাইনি,
সব পেয়েছি’র দেশেও যাইনি তাই
তোমার দেখা পাইনি…
দেখেছি গতকালের প্রস্ফুটিত কৃষ্ণচূড়া,
যা আজ গিয়েছে ঝরে;
হয়তো বসন্ত বইতে না পারার ব্যর্থতা
ছিলো তার বুকের ভেতরে।
ভাগ্যিস আমি কোন কৃষ্ণচূড়া নই।
পরানবন্ধু, ভাগ্যিস তোমার সন্ধানে যাইনি…
Khaled Mahmud Khan
১৫/০৩/২০২২