শেষ সফর

-বিমান বিশ্বাস

⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔

চিন্তা যতবার ছুঁতে চায় কবিতার শব্দের দুর্নিবার ছটা

ততবার কলঙ্কের তিলক এঁকে দেয় কাঠফাটা পরাধীনতা!

তারপর অন্ধের মতো ধীরে ধীরে উঠে আসে যেই পাহাড়ের চূড়ায় কবিতার ভাষা

সন্ধের ধূলি গায়ে গোধূলিরা অপেক্ষা করে শব্দের স্বাধীনতার

দূরে থাকো তুমি,নিঃশব্দে দরজা খোলে মুহূর্তের কবিতাগুলি..

তাতে শব্দ নেই,ভোলবার অধিকার নেই, ছুঁড়ে ফেলে দেওয়ার সামর্থ্য নেই

আছে শুধু শিউলি ফুলের মতো সাদা সাদা মৃত ভাত আর রাতের মাস্তুল জুড়ে চিন্তার দাঙ্গার বমি

মুহূর্তরা আসে শোকের অনুশোচনায়,আবার হারিয়েও যায় ক্ষুদ্রের অনুচ্ছেদে ভোরের কুহেলিকায়

হাঁপিয়ে ওঠে নিঃশ্বাস, চোখের কথা, কাগজের দোমড়ানো নৌকো,শোকের চিহ্ন মাখা শিশিরে ভেজা অচেনা স্বপ্নরাত!

ভাবনার কিনারায় ফেনা ওঠে শিশুদের হাসির অনুরণনে..

দোদুল্যমান অন্ধকার আলোয় দেখা মেলে মৃত চিন্তার ঝঙ্কার,রুক্ষ হাতের খসখসানি,বালিশ ভেজার নীরবতার সুর!

বুঝেছে শব্দেরা অবুঝের ভিড়ে,

ঘামের গন্ধে ডুবে ব্যাধিকে আগলে রেখে আগুন চেপে রাখাই চিন্তার শখ, ভাবনার মৃত্যুর শেষ সফর….

⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔

কবি পরিচিতি

বিমান বিশ্বাস। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুর মহকুমায় অন্তর্গত সোদপুরের নাটাগড়ে বসবাস। লিখতে ভালোবাসি তাই চেষ্টা করি।

 

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*