চাষীর খুশি

-ড.গৌর গোপাল পাল

⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔

চাষীর দুঃখ শেষ হয়েছে

বৃষ্টি হল বেশ!

চাষী বৌয়ের চিন্তা গেছে

বৃষ্টি ভেজা দেশ!!

অনাবাদী রইল না আর

কোনই ধানের জমি!

খানিক চিন্তা গেল এবার

মিছেই মনে ভ্রমি!!

কোনমতেই চাষটা যদি

হয় এবারে ভায়!

সেই চিন্তায় এই অবধি

শুধুই ভেবে যায়!!

শরৎ এলো আসছে পূজা

আসবে এবার উমা!

পূজবে সবাই দশভূজা

উঠবে নেচে ভূমা!!

হিংসা ভুলে এই উৎসবে

নাচবে পরাণ খুলি

বিভেদ ভুলে খেলবে সবে

করবে কোলাকুলি!

⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔

কবি পরিচিতি- 

আমি, ড.গৌর গোপাল পাল, লাভপুর,বীরভূম,পশ্চিমবঙ্গ, ভারত দীর্ঘদিন থেকে বাংলা সাহিত্য নিয়ে লেখালিখি করছি। লেখালিখির সুবাদে অফ-অন লাইন মিলিয়ে দেশ-বিদেশ থেকে আমার বহু লেখা প্রকাশিত ও পুরস্কৃত হয়েছে। আমার দেশ ছাড়াও আরব দেশ থেকেও আমি অনারারি ডক্টরেট সম্মান লাভ করেছি। ফেসবুকে লেখার জন্য প্রায় হাজার তিনেক সম্মাননা পত্র ইতিমধ্যেই আমার ভাঁড়ারে জড়ো হয়েছে। তার মধ্যে বিশ্বের দশ-পনেরটি দেশও রয়েছে। ইতিমধ্যে আমার নয়খানি গ্রন্থও প্রকাশিত হয়েছে। আমি অলইণ্ডিয়া রেডিও কলকাতা’র অনুমোদিত গীতিকারও বটে।

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*