উড়ো চিঠি

-শান্তি দাস

∼∼∼∼∼∼∼∼∼∼∼∼

উড়ো চিঠি এসেছে.পেলাম উড়ো চিঠি

লিখেছে কত কথা ভরেছে মন দিঠি।

উড়ো চিঠি এসেছে ভালোবাসায় ভরা

পেয়েছি চিঠি খানা শুধু কান্না ঝরা।

অচেনা নেই জানা এক উড়ো চিঠি দিল হাতে,

ভালোবাসার কথা লেখা তাই চুপিচুপি পড়ি রাতে।

করে দিলো সব এলোমেলো কেটে গেল মনের কালো,

চিঠিতে কত কথা যাহা ছিল মনেসব ছিল ভালো।

কলম চলে অবিরত চিঠিতে আছি তোমার সনে।

অজানা কথাগুলো উড়ে এলো লাগলো বেশ মনে।

চিঠিতে কত কথা উড়ো চিঠি হাতে পেলাম,

সময় কিছুটা চিঠিতে মন তোমায় দিলাম।

এই চিঠিতে ছিল না ঠিকানা বেনামি বেঠিকানার,

চিঠিতে এলো বার্তা দদিশাহারা হয়ে সব একাকার।

উড়ো চিঠি এলো ডাকপিওন হাতে এনে দিলো,

খামের রঙটা বাদামি রঙের মনটা জুড়ে ছিলো।

চিঠি পেয়ে খুশি মনে তবুও খুলবো কিনা ভাবছি,

ছিঁড়তে গিয়ে আকুল কি লেখা তাতে ভেবে কাঁপছি।

উড়ো চিঠি এলো নেই তাতে কোন নাম,

ভালোবাসার মানুষ হয়তো পাঠালো মিষ্টি খাম।

∼∼∼∼∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিতি- 

শান্তি দাস , এম এ এডুকেশন (কল্যাণী বিশ্ববিদ্যালয় ), নদীয়া পশ্চিমবঙ্গ, বিষয় শিক্ষিকা (সরকারি বিদ্যালয়ে ) খোয়াই জাম্বুরা ত্রিপুরা ।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*