ভাসি নয়নের জলে
-ইন্দিরা দত্ত
≅≅≅≅≅≅≅≅≅
প্রতারিত আজ হয়েছি যে হায় ছলনা করেছো মোরে,
আপনার হতে একদিন তুমি এসেছিলে মোর দোরে।
ভালোবেসে আমি তোমারে বন্ধু করেছি মস্ত ভুল,
বিষময় ফল ভোগ করে যাই নাই বুঝি তার তুল।
মুখোশের আড়ে থেকে তুমি প্রিয় খেলেছো প্রেমের খেলা,
বুঝিনি তো আমি আশায় আশায় কেটে যাবে সারাবেলা।
অকারণে হায় হৃদয়ে আমার দিয়ে গেলে তুমি ক্ষত,
তুষের আগুনে জ্বলে পুড়ে মরি অভিমানে অবিরত।
দু’দিনের তরে রঙ্গমঞ্চে এসেছি আমরা জানি,
প্রতারণা করে কিবা লাভ হলো লোকে করে কানাকানি।
তুমি বিদ্বান এই বুঝি তব শিক্ষা দীক্ষা প্রিয়,
ওগো মোর প্রভু অসম্মানের বিচারটা করে দিও।
ছলনার মাঝে মোরে হায় তুমি যন্ত্রণা দিলে যত!
সুদে আসলেতে ফিরে পাবে তুমি নিশ্চয় শত শত।
যতই থাকুক অর্থ তোমার প্রতিশোধ নেবে প্রভু,
অসহায়ের এ নয়নের জল বিফলে যাবে না কভু।
চিনতে যে হায় পারিনি তোমায় ভাসি নয়নের জলে,
বিশ্বাসটুকু ভেঙে গেল মোর ঠকিয়ে যে গেলে চলে।
মিষ্টি কথায় ভুলিয়েছো মোরে করে গেলে অভিনয়!
স্বার্থবাদীর এই দুনিয়ায় বিশ্বাসে লাগে ভয়।
≅≅≅≅≅≅≅≅≅
কবি পরিচিতি –
আমি ইন্দিরা দত্ত, গৃহ শিক্ষিকা। কবিতা লেখা আমার নেশা। এছাড়া আমি বাগান করা, গান, আবৃত্তি করতে খুব ভালোবাসি। ভালো ভালো লেখক ও কবিদের গল্প কবিতা পড়তে আমার খুব ভালো লাগে।। আমার মায়ের নাম- বীণাপানি বিশ্বাস, আমার বাবার নাম- ঈশ্বর শ্রী শ্যামসুন্দর বিশ্বাস। স্বামীর নাম – উৎপল দত্ত