শেষ রাতের তারা

-সিরাজুল ইসলাম মোল্লা

∼∼∼∼∼∼∼∼∼∼∼

সারারাত তাকিয়ে ঐ দু’র আকাশ পানে,

তারা ভেবে খুঁজি স্বজন ধূসর আসমানে।

শুকতারা হতে ধ্রুবতারা খুঁজছি একাকী,

কোন সে তারা শয়নে স্বপনে যায় ডাকি।

জ্বল জ্বলে তারার মেলায় আলোর বন্যা,

নিঝুম রাতের ছোঁয়া ঘোছে নীরব কান্না।

বিভোর ধরার বুকে অবচেতন মন হাসে,

শেষ রাতের তারা হয়ে আজ ভালবাসে।

ব্যালকনি হতে ছাদে কত সারারাত জাগি,

সিক্ত সমীরণে জাগ্রত প্রিয় তারার লাগি।

আনমনে ঝরে যায় দু’ফোটা অশ্রু তৃষ্ণায়,

অদৃশ্য প্রার্থনার হাত প্রার্থনা করে মায়ায়।

স্মৃতির জানালা খুলে অন্তর অপেক্ষমান,

চোখের মণিতে জাগে না বলা অভিমান।

শেষ রাতের তারা বলে যায় গো আমায়,

নৈসর্গিক মায়ালোক স্বপ্নালোকে ভাবায়।

প্রিয়জন তারা হয়ে মম প্রতিক্ষায় অবেলা,

ভালবাসার অর্ঘ্য নিয়ে হাসে তারার মেলা।

চন্দ্রছায়া জলে দোলে, মনে মম কল্প তারা,

উড়ে যেতেই মেঘ ঢাকে শেষ রাতের তারা।

∼∼∼∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিতি- 

ঠিকানাঃ জোড়ার দেউল, সুখবাসপুর, রামপাল, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ, ঢাকা, বাংলাদেশ।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*