বসন্ত বিলাপ
-মীর সেকান্দার আলী খোকা
∞∞∞∞∞∞∞∞∞∞
পশ্চিমা কাক গুলি সুর মিলিয়ে কাকা সুরে ডাকে
বসন্তের ফুল ফুটাতে।
কাকের ডাকে বসন্তের ফুল
ফোটে
এ’বিষয়ে শূন্য জ্ঞান আমার
তোমার আছে’ কি?
বসন্তের ফেরিওয়ালা কাক ঘোরে ফিরে
কাকা সুরে ডেকে চলে ফোটাতে ফুল,
বোঝেনা বসন্ত ফোটাতে কোন আয়োজন
লাগে।
টেরাচোখি, ঝাপসা রোগী, ডান চোখ
দৃষ্টিহীন,
কোকিল ডাকে কুহু কুহু সু’মধুর সুরে,কাক ডাকে
কাকা।
কাকের কর্কশ ভাষা ,দৃষ্টিহীনতা, বুঝে ফেলে
পুষ্পদেবী
তাই জাগেনিতো বন ফোটেনা ফুল, থাকে
কোকিলের আশায়।
নিরাশ কাক বসন্ত বিলাপে ছুটে চলে দূর-বহুদূর
পশ্চিমে।
∞∞∞∞∞∞∞∞∞∞
কবি পরিচিতি-
১নং ওয়ার্ড, মাদ্রাসাপাড়া, পৌরসভা, ঠাকুরগাঁও সদর, ঠাকুরগাঁও।
কবিতাটির সৃষ্টিকাল: ১৮-১০-২০২৩ইং
(প্লাটুন কমান্ডার)