ছুঁয়ে যাবো অতীত স্মৃতি

-সত্যজ্যোতি রুদ্র

≅≅≅≅≅≅≅≅≅≅

প্রতিদিনই সূর্য ওঠে,

প্রতিদিনই আকাশের নীলাভে

মেঘেদের আনাগোনা,

মনের মাঝে যে ছবি নিত্য ভাবায়

ব্যাকুল বাসনায়,

যে ছবি মরমে মরমে রেখাপাত করে

অভেদ্য চিন্তাশীলতার স্রোতে,

সেখানে ক্রমাগত নুড়িপাথর জমে

শেওলার আবরণে তাকে আচ্ছন্ন করে রাখতে পারে না,

খরস্রোতে ভাসিয়ে নেয় দূর সীমানায়

মননের গতিশীলতায়।

ক্রমাগত জীবনের প্রবাহমান ধারায়

সিক্ত হতে চায় মন।

বিষাদের নীলে উর্মিমালার

ভীষণ আঘাতে ক্ষতবিক্ষত হলেও এ হৃদয়

এখনও বাঁচে অতীতের সুখস্মৃতি নিয়ে,

একরাশ প্রত্যাশা নিয়ে,

আজ সেই বিষন্নতা জড়িত দীর্ঘশ্বাস নয়

অন্তত একবার হলেও অতীত স্মৃতিকে

তাজ পরাবো অকুতোভয়ে,

হবো ভবিষ্যৎ স্বপ্নদ্রষ্টা

আজ জোর গলায় বলতে ইচ্ছে করে

আমিও পারি,এ ভালোবাসার পৃথিবীকে

বর্ণিল করে সাজাতে।

≅≅≅≅≅≅≅≅≅≅

পরিচিতি–

সত্যজ্যোতি রুদ্র (সহকারী শিক্ষক)

কণ্ঠশিল্পী, গীতিকার ও সুরকার

উপজেলা– চকোরিয়া,জেলা– কক্সবাজার

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*