সমাধান
-মুহাম্মদ রফিকুল ইসলাম
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
এখানে এসেছি, আবার চলে যাব
কেউই থাকতে পারব না,
বড় মূল্যবান এ সফর
হেলায় ফেলায় যেন কাটে না।
না না আমি সন্যাসী হতে বলছি না
ইসলামে নাই কেমন বিধান,
বড় সুন্দর রাসূলের( ﷺ)দ্বীন
ইসলাম তো পূর্নাঙ্গ জীবন বিধান।
এই যে আমাদের দুর্ভোগ! কারণটা কি?
কেউ কি কখনো ভেবে দেখছি,
কোথায় নবীজীর( ﷺ)শিক্ষা দীক্ষা
আমরা কোথায় আছি।
জায়গা জায়গা কেন মার খাচ্ছি কারণটা কি?
সাফল্যের উপায়টা কি?
কারণ একটাই আমরা প্রকৃত দ্বীন হতে সরে যাচ্ছি,
আমরা নিজেদের জীবন যাপনে
অন্য জাতির রং মেখেছি।
সমাধান একটাই নিজেদের মধ্যে
নবীজীর( ﷺ)আদর্শকে বাস্তবায়ন করা,
উভয় জাহানেই শান্তি মিলিবে
গড়িতে পারি যদি এমন জীবনধারা।
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতিঃ
মুহাম্মদ রফিকুল ইসলাম
পিতা: আব্দুল বারেক প্রধান
জন্ম:২১/০৫/১৯৮৮ইং
পেশা: পল্লী চিকিৎসক
গ্রাম: কারারকান্দি
থানা ও পোস্ট : হোমনা
জেলা: কুমিল্লা।