উজ্জীবন
-বিজয়া মিশ্র
∼∼∼∼∼∼∼∼∼∼∼
আসতে যেতে অনেক কচি মুখ
দেখেও না দেখা- হয়তো সময় নাই,
অনেক মুখ বড়ো অসহায় ছিল
কারো কারো মুখে প্রতিজ্ঞা খুঁজে পাই।
কেউ নিরন্ন অনেকগুলো দিন
শ্রমের ফসল তুলে দেয় সংসারে,
ক্ষুধা সূচকের তালিকায় নাম নেই
কারো আবার ঠাঁই মেলেনি ঘরে।
সকল শিশুই ঘুমন্ত কলি মেন
সকল শিশুই যত্নের প্রত্যাশী
সকল শিশুই নিষ্পাপ দেহে মনে
অমন শিশুরা অনাদরে রাশি রাশি।
বিক্ষত হয়ে ছিঁড়ে যায় কত কলি
পথের ঠিকানা উপহার দিল কেউ
কারো অন্তরে মুক্তো নিহিত ছিল
বালুকা বেলায় তুলে এনেছিল ঢেউ।
একদিন কোন মুক্তো বিচ্ছুরণে
রশ্মি দিয়ে বাঁচাবে ওদের স্বপ্ন
মাথার ওপর ছায়া মেলে ধরা বৃক্ষ
ছায়া-ছাদ দেবে- পাবে এতটুকু যত্ন।
∼∼∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতি-
আমি বিজয়া মিশ্র পাহাড়ী। পূর্ব মেদিনীপুর জেলার গ্ৰাম্য আবহে জন্ম,পরিবেশের মুক্ত হাওয়ায় লালিত।বর্তমানে কলকাতাবাসী ।যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষায় স্নাতকোত্তর। লেখালেখি,আবৃত্তি,বক্তৃতা, সঞ্চালনা,লেখালেখির সূত্রপাত বিদ্যালয় জীবন থেকেই,শিক্ষিকাগণের উৎসাহে।চরম দারিদ্রের মধ্যেও সব বাধা টপকে যাওয়ার অদম্য স্পৃহা আশৈশব পায়ের তলায় মাটি খুঁজে নিতে সাহায্য করেছে। বাংলা ভাষা ছড়াও চিকিৎসা বিষয়ক একটি শাখায় স্নাতক হিসেবে শিক্ষা সম্পূর্ণ ক’রে দীর্ঘদিন চিকিৎসা বিষয়ক শিক্ষকতা,পরে স্কুল শিক্ষায় যোগদান -সব মিলিয়ে বৈচিত্র্যময় পথচলা ভাবনার রসদ যুগিয়েছে,যুগিয়ে চলেছ।প্রাত্যহিক জীবনযাত্রাই আমার কবিতা,গল্প ও অন্যন্য লেখার উপজীব্য। নমস্কার, ধন্যবাদ।