কৃষ্ণের জয়
-দেবব্রত মাজী
∼∼∼∼∼∼∼∼∼∼∼∼
ভাদ্রের অষ্টমীর কৃষ্ণ পক্ষে
এলে প্রভু দেবকীর কোলে।
নজর তীক্ষ্ণ কংসের লক্ষ্যে
লোককে আগে রেখেছে বোলে।
এবার পালাবার চেষ্টা করলে
তাকে বেঁধে রাখবে পোলে।
আটকানো সম্ভব ছিলনা কংসের
কৃষ্ণ পালালো ঝুড়ির খোলে।
∼∼∼∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতি:
আন্তর্জাতিক বিশিষ্ঠ কবি ও সহিত্যিক দেবব্রত মাজী অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার। ৪৬তম কোলকাতা আন্তর্জাতিক বই মেলায় ৬০টির অধিক সংকলনে নিজেকে তুলে ধরেন এবং এখন সংখ্যাটা ১৩৫ ছুঁয়ে ফেলেছেন। অনলাইন পত্রিকা থেকে ৫০০৫ টির বেশী সন্মাননা পেয়েছেন। তিনি ভারত গৌরব সন্তান সন্মাননা, আন্তর্জাতিক বাংলা সাহিত্য ও সংহতি সন্মান, দুই বাংলার কবিরত্ন সন্মান, শরৎ সাহিত্য রত্ন সন্মান এবং বাংলার শিক্ষা গৌরব সম্মানে সম্মানিত, আন্তর্জাতিক কবিরত্ন সন্মান এবং পাঁচটি বর্ষসেরা সাহিত্য সন্মানে ভূষিত হয়েছেন। বর্তনাম ৪৭ তম কোলকাতা আন্তর্জাতিক বইমেলায় ২২ টির অধিক সংকলনে তাহার কবিতা প্রকাশিত হয়েছে। কর্মজীবনে ৬০টি সন্মাননার মধ্যে ছয়টি লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিয়ে তাহাকে বর্নাঢ্য সহকারে সন্মানিত করা হয়েছে। সম্প্রতি আলোর দিশা সাহিত্য পত্রিকার বার্ষিক ২০২৩ অনুষ্ঠানে সভাপতির পদ অলঙ্কৃত করেছেন।
আমি ধন্য ও আপ্লুত। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই প্রিয় পরিবারকে। পরিবারের উত্তরোত্তর সাফল্য কামনা করি।