প্রকৃতি নিঃসঙ্গতা ও যুবক
-খন্দকার আরশাদুল বারী
≈≈≈≈≈≈≈≈≈
প্রকৃতি, নিঃসঙ্গতা ও যুবক
অন্ধকার ঘিরে থাকা ধরণী
মেঘে ঢাকা আকাশ,
বাতাশের শনশন শব্দ
অন্ধকারের বুক চিড়ে ছুটে চলা বাইক!
এলোমেলো গানের কলি
জ্বলন্ত সিগারেট হাতে যুবক,
বাতাসে ভেসে আসা উৎকট গন্ধ
ঢিমে তালে ছুটে চলা ময়লার ট্রাক।
পথের দু ধারে জেগে ওঠা
সাদা কাশফুল
ব্রিজের নিচ দিয়ে বয়ে যাওয়া
মায়াবী জল
রাস্তার পাশে শুয়ে থাকা
নিঃসঙ্গ কুকুর
পূব আকাশে জেগে ওঠা
স্নিগ্ধ ভোর
এমনি হাজারও বিনিদ্র রজনী
ঘুমহীন লাল চোখ
মম্তিষ্কে হাজারও পোকার কিলবিলানী
জ্বলন্ত সিগারেট ঠোঁটে যুবক।
নিশুতি রাত, মায়াবী পৃথিবী
অন্ধকারে ছুটে চলা ট্রাক
নীরব পায়চারী
নিঃসঙ্গতা আর একাকী যুবক।
≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতিঃ
১৯৯২ সালে রংপুর জেলায় জন্ম। পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বর্তমানে শিক্ষকতা পেশায় জড়িত।