তোমার আমার ব্যবধান
-মীনা কুণ্ডু
∞∞∞∞∞∞∞∞
রক্তে রাঙানো চোখ দুটো
তোমার দেখেছি অনেক বার
পুরুষের অস্তিত্বের ছাপ ফেলেছ বহুবার ,
নারীকে অবলা ভেবে অপমান
করেছো নিত্য লাঞ্ছনা আর বিদ্রুপের
মুখোমুখি হয়েছি একথা সত্য অনেকবার,
রাত পোহালেই দিগন্ত জুড়ে
ওঠে প্রভাতে রক্তে রাঙানো সূর্য
দিন বদলায় প্রতিদিনের ন্যায় বছর শুরু আবার ,
তোমার স্বরূপ কঠিন থেকে
কঠিনতর হয়েছে বহুবার আয়নায়
মুখ রেখে নিজেকে প্রশ্ন করেছি শতবার,
আজ ও বলতে পারিনি কভু
তোমার মধ্যে রয়েছে কেবলই
ঔদ্ধত্যের অহংকার এটাই ভেবেছি শুধুই বারবার,
মনটা হারিয়ে গেছে বহুদূরে
ভাঙামন আছে শূন্যতার ঘরে
রক্তের নালী গুলো আঘাত পেয়েছে বহুবার ,
টাকার পাহাড় যতোই থাকুক
ভালোবাসা যায় না কেনা মুখোসের
আড়ালে রয়েছে তোমার প্রতিচ্ছবির কণা ,
হৃদয়ের ডালি দিয়ে সাজিয়ে
ছিলাম ছোটো বাগান কাঁটা গাছে
ভরেছে বাগান বেড়েছে তোমার আমার ব্যবধান ।।
∞∞∞∞∞∞∞∞
কবি পরিচিত-
হাসি কান্নার দোলায় চড়ে সংসারের যুদ্ধক্ষেত্রে হয়েছি অবতীর্ণ । নানান গল্প কথায় সাজানো গোছানো বাগান। আজ যেন মনে হয় ফিকে হয়ে গেছে সবুজ পাতা। ঘাসের ডগায় ভেজা শিশিরের কণা যায় নাতো দেখা।