আমড়া ভর্তা

-এস এম কায়সার লাব্বী

≈≈≈≈≈≈≈≈≈

আমড়া ভর্তার দারুণ ভক্ত,

ছোট, বড় সব জন ।

রান্নায় ফেদা চরম কায়দা,

কাঁচা ও খায় দিয়ে লবণ ।

খাওয়ার শেষে জীবে মিশে,

তার ছোলা অনেক টক ।

খেতে ভালো ছোট গুলো,

কারো মন খোঁড়াকের শখ ।

মিক্স ঝাল লোভে লাল,

কেহ সরিষা বেটে দেয় ।

সাধের গন্ধে মন আনন্দে,

লিখন হাত বাড়িয়ে নেয় ।

কাজের সময় মাঝের মধ্যে,

যাচাই, আস্ত পুড়ে গালে ।

খায় না এখন ! দেখে যখন,

বাছাই ছাড়া দেয় গিলে ।

ঠান্ডা মাথা আস্তে কথা,

সবাই আহারে থেকে চুপ ।

চাকুর চুকুর, তৃপ্তির ঢেকুর,

আয়োজন কাঁচা জুছে খুব ।

≈≈≈≈≈≈≈≈≈

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*