তোফাজ্জলের স্মরণে
-মো: মাহফুজ সরদার
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
এক মুঠো ভাতের মূল্য একটি প্রান
নির্যাতনের পূর্বে ভাতের আপ্যায়ন।
এ কেমন শিষ্টাচার ওহে মেধাবি
মানুষ মারো হইয়া আবেগি!
আবেগের বশে মানুষ করো হত্যা
এটাই কি তোমাদের নৈতিকতা?
চান্স পেয়ে নয় ঢাবিতে
আগে মানুষ হও পৃথিবীতে।
বন্ধ করো তোমাদের প্রহসন
তোমাদের হাতে না হউক কারো মরন।
এক মুঠো ভাতের বিনিময়ে
প্রান নিলে তোমরা ছিনিয়ে।
পারিবে কি তারে দিতে ফিরিয়ে?
যে চোর হয়েছিল সব হারিয়ে!
চোর হয়ে কেউ নাহি জন্মায়
অভাবই তাকে চোর বানায়।
তাই বলে কি হত্যা করা শোভা পায়
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
# কবি পরিচিতি
মো: মাহফুজ সরদার, গ্রাম: বোহরকাঠী, উজিরপুর, বরিশাল, স্নাতক পাস সমাজবিজ্ঞান বিষয়ে, সরকারি ব্রজমোহন কলেজ বরিশাল। প্রফেশনাল লেখক নয় টুকটাক লিখতে ভালো লাগে বলে লিখি। বর্তমানে চাকরি সন্ধানে ব্যাস্ত দোয়া করবেন যেন কাঙ্ক্ষিত লক্ষে পৌছাতে পেরে মা- বাবার মুখ উজ্জ্বল করতে পারি