তুমি স্বপ্নে
-মো: মাহফুজ সরদার
∼∼∼∼∼∼∼∼∼∼
স্বপন গড়ো স্বপন ভাঙো
স্বপনে তুমি থাকো
আশা দাও আশা ভাঙো
তবু মনের মাজে রেখো।
স্বাক্ষী চন্দ্র স্বাক্ষী তারা
বাচবো না তোমায ছাড়া
শুন্য জীবন তুমি বিনা
অপূর্ণ মনে কল্পনা।
বেছে আছি এই আশে
একদিন তুমি থাকবে পাশে
যে দিন তুমি যাবে না ছেড়ে
গান শোনাবো মনের সুরে।
সেই সুরেতে হবে আকূল
এই আশাতে মন যে ব্যাকুল
মন যে আমার অবুঝ তোতা
মানে না সে বাস্তবতা।
বোঝে না সে দেখে স্বপন
পারবে কি তাকে করতে আপন?
অকারনেই দেখে স্বপন
কি আর করবে বেহায়া মন!
মনে পড়ে যখন তখন
মানে না সে কোনো বারন।
খুজে ফিরে সর্বক্ষণ
তাহারেই দেখে স্বপন
স্বপনভোরে রাত্রিযাপন।।
∼∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতি :
মো: মাহফুজ সরদার
উজিরপুর, বরিশাল