আমি আসবো
-রীনা
♥♥♥♥♥♥♥♥♥
এক পশলা মেঘ হয়ে
না হয় আমি আসবো
তোমার দুয়ার,
শান্তির সুবাতাস বয়ে যাবে
তোমার অন্তরে।
বিষন্ন, বিমর্ষ মুহূর্তে
প্রাণ ফিরে পাবে তুমি
যখন এক টুকরো রোদ হয়ে আসবো ,
তোমার হৃদয়ে ভূমি।
আজ হয়তোবা
কোন এক সময়
আমি অবশ্যই আসবো
তোমার -ই হৃদয় আঙ্গিনায়
দরজা খুলে রেখো প্রিয়,
না হয়,
সেই সময়।
♥♥♥♥♥♥♥♥♥
কবি পরিচিতি –
সাহিত্যর কর্ম থেকে নিজেকে গুটিয়ে রাখার ইচ্ছা থাকলেও, কবিতার পাতার প্রতি ভালোলাগা লেখালেখির ইচ্ছা টা বাড়িয়ে দিচ্ছে দ্বিগুণ। দেখতে দেখতে আরেকটি বছরের অন্তিম ক্ষণে চলে এসেছি আমরা। সবাই ভালো থাকুন কবিতার পাতার সাথেই থাকুন।। ভালো-মন্দ কমেন্টে জানান। ধন্যবাদ