
রাখালি মন
-রিপন অধিকারী প্রলয়
≈≈≈≈≈≈≈≈≈≈≈
কষ্টে যাদের জীবন গড়া
সুখ কি তার কপালে থাকে ,
সুখ তো হলো অতিথি পাখি
শূন্য আকাশে উড়ে ।
একটা ছিলো স্বপ্নের রানী
স্বপ্নেই শুধু আসে৷,
ঘুম থেকে উঠে দেখি
কেউ নেই আমার পাশে ।
এই জীবনে অনেক আশা
চাওয়ার শেষ নাই ,
কষ্ট গুলো লিখেছে বিধি
সুখ গুলো লিখে নাই ।
জীবন আমার ঘর ছাড়া পাখি
দেশ বিদেশে ঘুরে –
সঙ্গী হীনা একলা পথিক
শূন্য আকাশে উড়ে ।
≈≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি-
কবি রিপন অধিকারী প্রলয় ঠাকুরগাঁও জেলা পীরগঞ্জ উপজেলায় শ্যামপুর গ্রামে জন্মগ্রহণ করেন । তিনি পড়ালেখার পাশাপাশি চাকরির সাথে সংযুক্ত আছেন । তার বর্তমান ঠিকানা মির্জাপুর টাঙ্গাইল ঢাকায় দীর্ঘদিন যাবত বসবাস করেন ।