
মানুষ বনাম পশু
-আবুল হাসমত আলী
∞∞∞∞∞∞∞∞
খাচ্ছে ওরা লুটেপুটে, সবার সাথে থেকে,
সব জায়গাতে কৌশল করে থাকে আরা পেতে।
কাজের ক্ষেত্রে বেকার যত তাদের বড় সম্পদ,
ইচ্ছেমতো তাদের দিয়ে গড়ছে তারা মসনদ।
বেকার নিয়ে উৎপাদন বেশ চোখে পড়ার মতো,
পুঁজিপতি ভোগ বিলাসী তাদের সুখ যে কত।
জনতাকে ভুল বুঝিয়ে তারা ব্যবসা করে,
দুটাকার মাল ১৪ টাকায় বাজারেতে ছাড়ে।
সমাজে তাই বৈষম্য ভাই মানুষ বনাম পশু,
টাকার অভাব খুব ভয়ংকর, জুটে না যে কিছু।
তাইতো তারা পশু হয়ে জীবন কাটায় হেলায়,
তাদের শ্রমে ধনবানরা পৃথিবী কিনে নেয়।
পরে আসছে যন্ত্র মানব গরিব যাবে কোমায়,
কিংবা তারা মানব জীবন লাভ করবে বৃথায়।
∞∞∞∞∞∞∞∞
কবি পরিচিতি:
আমি, আবুল হাসমত আলী, পিতা- সেখ আতর আলী, মাতা- ইন্নান্নেসা বিবি, ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলায় বাস করি। আমার গ্রামের নাম ‘এরুয়ার’ যেটা ভাতার থানার অন্তর্গত। আমি ১৯৭৪ সালের ৩রা ফেব্রুয়ারি জন্মগ্রহণ করি। আমি প্রকৃতি ভালোবাসি, ভালোবাসি পৃথিবীর মানুষকে ও জীবজগতকে। আমার কাছে ধর্ম মানে মানবিকতা। তাই মানুষের মর্যাদা হানি আমাকে সর্বদা পীড়া দেয়। পৃথিবীর সকল মানুষের সুষ্ঠ শান্তিপূর্ণ জীবনের আমি কামনা করি।