ভাষা আন্দোলন

-শ্রী স্বপন কুমার দাস

≈≈≈≈≈≈≈≈≈

বাংলা আমার গর্বের ভাষা

মায়ের স্নেহ ভরা,

মায়ের মুখে প্রথম শেখা

অ-এ অজগর ছড়া।

হরেক রঙা ঝাঁকে ঝাঁকে

পাখি বাংলা জুড়ে,

মিষ্টি মধুর সুরে ডাকে

ঘুম ভাঙা ভোরে।

নদী মাতৃক দেশ বাংলা

উর্বর পলি মাখা,

শস্য শ্যামলা বসুন্ধরা

মিটায় সকল পিপাসা।

বাংলা ভাষায় কথা বলা

গরবে ভরে বুক,

বাঙালিয়ানা ষোলো আনা

আকাশ ভরা সুখ।

এমনতর “মা-টির” অসম্মান

মেনে নেয়নি বাঙালি,

ভাষা আন্দোলন কৃত সম্মান

মাকে দিয়েছে অঞ্জলি।

শহীদ রক্তে ঝলসে উঠে

বাঙালির তরবারি,

বাংলা মায়ের প্রেক্ষাপটে

জন্ম একুশে ফেব্রুয়ারি।

≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতি-

কবি শ্রী স্বপন কুমার দাস অবিভক্ত মেদিনীপুর জেলার গোপীবল্লভপুর গ্রামে জন্মগ্রহণ করেন (বর্তমান জেলা বিভক্তির পর ঝাড়গ্রাম জেলা গোপীবল্লভপুর মহকুমা শহর গঠিত হয়েছে) পিতা স্বর্গীয় সন্তোষ কুমার দাস ও মাতা কল্ল্যাণী দেবীর গৃহে ১৯৬৩ সালের ১৬ এপ্রিল বৃহস্পতিবার। খুব অল্প বয়স থেকেই কবি লেখালেখির সাথে যুক্ত ১৯৭৮ সাল থেকে ক্রমাগত একের পর এক পত্রিকার হাত ধরে এযাবৎ কবির ১১৬৫ টি কবিতা ও ছোট গল্প প্রকাশ পেয়ছে।ফেসবুক দুনিয়ার স্বনামধন্য কবির একক ও যৌথ কাব্যগ্রন্থ আগামী বৈশাখ মাসে প্রকাশ হতে চলেছে বৈশাখী পত্রিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠানের মাধ্যমে কোলকাতার কৃষ্ণপদ মেমোরিয়াল হল অথবা নলিনী গুহ হলের যে কোনো একটিতে।

Leave a reply

  • Default Comments (0)
  • Facebook Comments

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*