
জঘন্য ব্যক্তি
-মো: মাহফুজ সরদার
♦♦♦♦♦♦♦♦
সমাজে আছে কিছু গন্য মান্য জঘন্য ব্যক্তি
দিবালোকে শুধায় শুধু মহান উক্তি,
অন্তরালে আটে অন্যের অনিষ্টার যুক্তি
কে রাখে তাহাদিগের প্রতিবাদ করার শক্তি।
কু – বুদ্ধিতে পটু বলে লোকে ভাবে বুদ্ধিমান
আসলে তাহারা রূপধারী আস্ত শয়তান
অর্থ বংশ ক্ষমতায় তারা বলিয়ান
সবকিছু জ্ঞাতসারেই জনে করে সম্মান।
দ্বন্দ্ব কলহ জিইয়ে ধরে রাখে মিছে আধিপত্য
এই রুপে সমাজের কলকাঠি নাড়ে নিত্য
মুখবল্লমের কোপাঘাতে শাণিত হয় সত্য
অপরের ক্ষতি সাধনই তাহাদের পাণ্ডিত্য।
যন্তু জানোয়ার না, এদের থেকে সাবধান
সুযোগ পেলে তাৎক্ষণিক করবেন অপমান
তাদের থেকে দূরে রাখবেন আপনজন
মনে করবেন এরা এ যুগের ফেরাউন।
সমাজে আছে কিছু গন্য মান্য জঘন্য ব্যক্তি
দিবালোকে শুধায় শুধু মহান উক্তি,
অন্তরালে আটে অন্যের অনিষ্টার যুক্তি
কে রাখে তাহাদিগের প্রতিবাদ করার শক্তি।
কু – বুদ্ধিতে পটু বলে লোকে ভাবে বুদ্ধিমান
আসলে তাহারা রূপধারী আস্ত শয়তান
অর্থ বংশ ক্ষমতায় তারা বলিয়ান
সবকিছু জ্ঞাতসারেই জনে করে সম্মান।
দ্বন্দ্ব কলহ জিইয়ে ধরে রাখে মিছে আধিপত্য
এই রুপে সমাজের কলকাঠি নাড়ে নিত্য
মুখবল্লমের কোপাঘাতে শাণিত হয় সত্য
অপরের ক্ষতি সাধনই তাহাদের পাণ্ডিত্য।
যন্তু জানোয়ার না, এদের থেকে সাবধান
সুযোগ পেলে তাৎক্ষণিক করবেন অপমান
তাদের থেকে দূরে রাখবেন আপনজন
মনে করবেন এরা এ যুগের ফেরাউন।
♦♦♦♦♦♦♦♦
কবি পরিচিতি :
মো: মাহফুজ সরদার
গ্রাম: বোহরকাঠী, ইউনিয়ন : শোলক, উপজেলা : উজিরপুর, জেলা: বরিশাল
ভালোলাগা থেকেই মাঝে মধ্যে লেখালেখি করি,খুব ভারো লিখতে ও জানিনা তবুও বৃথা চেষ্টা করি