
দুগ্ধসমাস
-রানা জামান
≈≈≈≈≈≈≈≈≈≈≈
মাখন না খেয়ে মদের গ্লাস পেতে তুমি
দেশের মানচিত্রে অনায়াসে ছেড়ে
দিয়েছো ঘুণপোকা
মাঠা মুখে নিয়ে বমি করে দিয়ে
ঠোঁট উল্টে ছুটে ঘর থেকে বের হয়ে
নগরের গেটে আগুন লাগিয়ে
সিগারেট জ্বেলে ছেড়েছো ধোঁয়ার পাক
দৈ দেখে মুখে খৈ ফুটিয়ে মা-বাবা এক করে
গাঁজার নেশায় বুঁদ হতে চলে গেলে
নীলক্ষেতের দিকে বেহুশের মতো
আশির দশকে বলেছিলে তুমি
গাঁজা খেলে নাকি কবিত্বে পরীর নৃত্য বল্গাহীন
নিকুচি অমন কবিত্বে যেখানে
গাঁজার বদগন্ধে কুঁচকে আসে নাক
ছানায় দেখেছি তোমার এলার্জি
মাত্রাছাড়া হয়ে নাকে নস্যি ঠেসেঠুসে
বুড়িগঙ্গায় সাঁতার কাটো দশ হাত নিচে
যে জলে ডুবে না লাশ তাতে
তোমার সখ্যতা দেখে গর্ভপাত
হতে থাকে নারীদের অহরহ
সর দেখে পাতে চড় মেরে নিজ গালে
খাবারের পোঁদ মেরে
বসে যাও দেশি দ্বিগুণ জলের সাথে
দুধ দেখে নাক চেপে রেখে তুমি
চিংড়ির বালাচাও খাও মুঠো মুঠো
সকলের নাক সিঁটকানো নজরে
আসে না তোমার কোনোকালে দেখেছি সর্বদা
আর ঘি’র কথা শোনে
তোমার পাতল পায়খানা আরম্ভ হয়ে যায়!
কেমন কুত্তা হে তুমি? নেড়ি? নাকি গু খাদক?
আমার পনির সেবন তুমি দেখতেই পাও না!
≈≈≈≈≈≈≈≈≈≈≈
সংক্ষিপ্ত লেখক পরিচিতি-
রানা জামান; জন্ম: ১৫/০২/১৯৬০ খৃস্টাব্দ; নিজ জেলা: কিশোরগঞ্জ, বাংলাদেশ।অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব; এ যাবৎ প্রকাশিত বই-এর সংখ্যা: ১০০;লেখার ধরন: গল্প, কবিতা, ছড়া,গান, উপন্যাস, ইত্যাদি। ইংরেজিতেও কবিতা লিখছেন।বিদেশে বিভিন্ন এন্থলোজি ও ম্যাগাজিনে তাঁর কবিতা প্রকাশিত হচ্ছে। এ পর্যন্ত বেশ কয়েকটি সম্মাননা ও পুরস্কার পেয়েছেন। ২০২৩ খৃস্টাব্দে কলকাতার পত্রপাঠ প্রকাশনী থেকে ‘নেপথ্য কাহিনি’ নামে একটি মুক্তিযুদ্ধের গল্পের বই এবং ২০২৫ খৃস্টাব্দে নৈঋত প্রকাশনী থেকে ‘বেলাশেষে সবাই একা’ নামে একটি উপন্যাস প্রকাশিত হয়েছে।