
স্বার্থের খোঁজে
-মীনা কুণ্ডু
≈≈≈≈≈≈≈≈≈
এই পৃথিবীর খেলাঘরে কোথাও
শান্তি নেই মানি
বেঁচে থাকার জন্য বিবেক
থাকা দরকার জানি।
মনুষ্য সমাজ কুলষিত আজ
স্বার্থের খোঁজে হানাহানি
ব্যথার গণ্ডিমাঝে বেড়েছে হীনতা
মান সম্মানের টানাটানি।
সমাজের শ্রেষ্ঠ জীব মানুষ
সকলেই জানি মোরা
বিবেকহীন মানুষের সংখ্যা আজি
জ্ঞান শূন্যতায় গড়া।
ক্ষমতার নেশায় অন্ধ মানুষজন
মনুষ্যত্বে বিবেকহীন ঘরতর
ন্যায় অন্যায় সব গেছে ভুলে
সত্যের পথ কাঁপে থরথর।
অহংকার অত্যাচারে মত্ত পারা
নিত্যদিন অসভ্যতা বিশেষ
ঘৃণায় ভরা চক্ষু দুটি সদাই
কষে হিসেব নিকেষ ।
অর্থের জোরে গরিবের মাথায়
মারে লাথি আজ
ভদ্রতা পথের ধুলিতে আজ
তাতে নেই কোনো লাজ ।
≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি —
আমি মীনা কুণ্ডু। হুগলি জেলার উত্তরপাড়ার বাসিন্দা। আমি একজন গৃহবধূ। কবিতা, গল্প, লিখতে পড়তে খুব ভালো লাগে।তাই নিজে একটু লেখার চেষ্টা করি।