নিয়ম
-রোমান মিয়া
≈≈≈≈≈≈≈≈≈≈
যে জন নিয়ম ভেঙে দিবে
আমি তারে বকা দেইনি তবে,
তাই যা ডাকি অশ্লীল নয়
কানাকানি জানাজানি হয়;
যদি নিয়ম না ভাঙলে
আমার কথা শুনলে,
তাকে কিনে দিতাম
নতুন মোবাইল ফোন সেট,
সাথে এক জিবি ফ্রি ইন্টারনেট।
আরও যদি নিয়ম মানতে
আরও কথা শোনতে ;
তাহলে বিউটি পার্লার নয়,
শুধু তোমার লাগি
অতিথপুর, গোড়াউন্দ বাঁকা রাস্তায়;
তখন দাঁড়িয়ে থাকতাম,
নিতাম এক মুঠে সৌন্দর্য ভাগ।
সে ভালবাসার মাঝে
আমি বলে ছিলাম তাতে,
বালিকা টাখনুর পায়ে
কাপড় ঢেকে রাখতে।
যদিও তুমি নিয়ম ভেঙে দাও!
হয়তো আমার দাড়ি বা চুল,
একটুর বেশি কালো, সাদা হতে
কখনো কিছু হয় দিতে;
আমার দৃঢ় অপেক্ষায়
কত প্রেম রমণী ভাঙা পথেয়,
আমার দিকে চেয়ে থাকবে;
তুমি এখনো উল্টা প্রশ্ন করবে
আমি একি সহজে তোমাকে,
ভুলে যাব নাকি, দেখি কেমনে হয়?
কবে যে চিৎকার বিতর্কে
আরে মানুষ অল্প ভুল করেন কে?
তখন সমাজে হৈ চৈ পড়ে যায়,
মানুষ স্বার্থের জন্য আলাদা হতে চায়।
≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি :
কবি রোমান মিয়া বাংলাদেশের ময়মনসিংহ বিভাগীয় নেত্রকোনা জেলা বারহাট্টা উপজেলার লাউফুল গ্রামে জন্মগ্রহণ করেন এক নভেম্বর ১৯৯৪ সালে। পিতার নাম: সারোয়ার জাহান (চান মিয়া)। মাতা : আম্বিয়া বেগম। কবি রোমান মিয়ার প্রথম কাব্যগ্রন্থ পাখির কণ্ঠ, দ্বিতীয় কাব্যগ্রন্থ : বনভূমি। তিনি বারহাট্টা সি,কে,পি, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এবং অতিথপুর আব্বাছিয়া উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া সমাপ্তি ঘটে। তিনি বর্তমানে তামিশনা গ্রুপে চাকরিজীবী।

