ভালোবাসার স্রোত

– স্বপন গায়েন

♥♥♥♥♥♥

প্রজাপতির রঙিন ডানায় আছে শৈশবের আকুতি

হলুদ শাড়ির আঁচলের মায়াবী আকর্ষণ

ধ্রুপদী ছন্দে জেগে ওঠে কৈশোরের সৌরভ …

নিবিড়তা কাকে বলে জানে গোপন হৃদয়

বঞ্চনার মেঘে খুলে রাখো শাড়ির লাজুক আঁচল

বিধাতা দিয়েছে নারীর গৈরিক রূপ।

হৃদয় পোড়াবে বলে ঠোঁটে নিয়েছে আগুন

সিঁড়ি দিয়ে নামছে ভালোবাসার স্রোত …

আধখানা চাঁদ জেগে থাকে উদাসী হাওয়ায়।

মোহনায় পৌঁছাতে হলে সাঁতার জানা চাই

নইলে অচিরেই ডুবে যাবে হৃদয় সাগরে

সারা রাত জানালায় উঁকি দেয় মরা চাঁদ।

♥♥♥♥♥♥

কবি পরিচিতি

কবি – স্বপন গায়েন ঠিকানা – পশ্চিমবঙ্গ, দক্ষিণ ২৪ পরগণা জেলায় মন্দিরবাজার থানার অন্তর্গত রঘুনাথপুর গ্রামে জন্ম। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে হিসাবসাস্ত্রে অনার্স নিয়ে বাণিজ্যে স্নাতক। বাবা ছিলেন পোষ্ট মাস্টার। মা গৃহবধূ। “আলোর মিছিল, উৎসবে মাতি, টাট্টু ঘোড়া, কাব্যে আনন্দধারা, সাঁঝবাতি, চেতক, প্রয়াস, অনুস্বার পত্রিকা” প্রভৃতি পত্রিকায় আমার কবিতা প্রকাশিত হয়েছে। বাংলাদেশ থেকে প্রকাশিত মাসিক “ঝিলমিল” পত্রিকায় জানুয়ারী’২০ ও মার্চ’২০ সংখ্যায় দুটি ছড়া প্রকাশিত হয়েছে। সম্প্রতি আমার একক কাব্যগ্রন্থ “আধ খাওয়া চাঁদ” প্রকাশিত হয়েছে ( ২০২০ সাল )। পেশা – বর্তমানে টাটা কালারস-এর C & FA তে কম্পিউটার অপারেটর পদে কর্মরত।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*