ধূসর কুয়াশায় ঢাকা

-কাজী সেলিনা মমতাজ শেলী

বুনো পাহাড়ের ধারে যেন বুনো গাছ ধূসর কুয়াশায় ঢাকা,

বুনো ঝোপঝাড় তবুও সুন্দর হিমেল তুষারে আঁকা।
ধরণীর ধরায় এত সৌন্দর্য সুন্দর যেন রূপ মাধুরী ঘেরা,
যেন আকাশ কুসুমে পবিত্র তিথি মৃদু ধোঁয়ায় সেরা।
ছায়াঘেরা অরণ্য ধূসর ছায়া রূপ ভালোবাসার অবগুন্ঠন,
কল্পনার বুনো পাহাড় রচিত প্রেমে জ্বলে মৃদু ওই লণ্ঠন।
শব্দহীন বুনো পাহাড় নেই যেন কোন কলঙ্ক তার ললাটে,
অজস্র রাতে বুনো গাছের অন্তরে যেন ধূসর রেণু ফোটে।
এ যেন ধূসর মলিন বৃক্ষের প্রাসাদ বাতাস ঢুকতে চায়,
এখানে আছে প্রেম পরিণয়, বিরলে বসে পাখি নিরালায়।
ধূসর কারাগারে কখন আসে সূর্য সমগ্র নিখিল মাঝে,
বুনো পাতা লতা বেদনার সুরে বাজায় বাঁশি হৃদয় সাঁঝে।
স্নেহের শ্রেণিতে কত আদর পাঠ করে কচিপাতা কিশলয়,
ধূসর বুনো ঝোপঝাড় এমনি করে লুটায়ে পড়ে বনলতায়।
সন্ধ্যার মেঘমালা আসে কল্পনার কবিতা ছন্দ সাজাতে,
কবিতা গুলো যেন জীবন্ত হয়ে ওঠে কল্পনার ওই নীল রাতে।

⊗⊗⊗⊗⊗

কবি পরিচিতি

কবি কাজী সেলিনা মমতাজ শেলী।
জন্ম ঃসাতক্ষীরার কলারোয়া,
বাবাঃকলারোয়া জি কে এম কে হাই স্কুলের একজন শিক্ষক ছিলেন
মাঃআবেদা খাতুন এক জন গৃহবধু।
লেখা লেখা সেই ছোটবেলা থেকেই,প্রথমে নিজের আত্মতৃপ্তি পরে বিভিন্ন পত্রিকায়,
আমি একজন গৃহবধু,স্বামী শেখ আব্দুস সবুরের সাথে একই আইডিতে কবিতা লেখা।
বর্তমানে কপিলমুনি শহরে বসবাস।নিজের ছবি দিতে আপত্তি,তাই স্বামীর ছবিই দিলাম।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*