ওরা আছে -অসিত ঘোষ ∼∼∼∼∼∼∼∼∼∼ রাতের আঁধারে, রাস্তার এক কোণে, জীবন তাদের চলে অন্য এক টানে। এক ফালি চাদর, সামান্য তার স্থান, দু’জনের চোখে শুধু একটাই আহ্বান। ক্ষুধার্ত ঘুম, শিশুর মুখে নেই হাসি, বাবার চোখে ফোঁটা-ফোঁটা জলরাশি। হাত পাতা পাত্রে, কিছু খুচরো পয়সা, এটাই তাদের বেঁচে থাকার ভরসা। সমাজ দেখুক এই কঠিন সত্য, ফুটপাতে ঘুমায় […]