আমার শহর -তনুশ্রী বসু (পাত্র) ⇔⇔⇔⇔⇔⇔⇔ আমার শহর, মিছিলে ভরা, অগনিত মানুষের ভিড়, চলেছে রাস্তা জুড়ে কলহ, চারিদিকে প্রতিবাদ, করে অস্থির। আমার শহর, ধনী দরিদ্রের, বহু সংমিশ্রণ, চলছে দিবা রাত, বলছে “ওরা” বিচার চাই, অন্যায়কে প্রশয়, দেবনা সাথ। জীবন যখন, সমস্যায় জর্জরিত, দিনে রাতে, ঘুম নেই চোখে, চলছে বিদ্রোহ, মিথ্যা অহরহ, বলছে সবাই, আপন মুখে। […]