আমাদের ভাবনা -অসিত ঘোষ ∼∼∼∼∼∼∼∼∼∼ লেখাপড়া আজ নতুন ধারায়, ফোন আর ল্যাপটপেই মন সাজায়। বইয়ের পাতা ধুলোয় ভরে, জ্ঞান আজ হাতের মুঠোয় ধরে। দ্রুত চাই সব, নেই আর ধৈর্য, তথ্য চাই, নেই আর প্রাচুর্য। সকাল থেকে রাত, স্ক্রিনে দৃষ্টি, কমছে যেন সৃজনশীলতার বৃষ্টি। কোচিং সেন্টার, টিউশনির দিন, স্বাধীন চিন্তার পথ হয় ক্ষীণ। পরীক্ষা আর নম্বরই […]