যাচনা যে যাচে না -রবিন রায় ∼∼∼∼∼∼∼∼∼ তুমি মোর হৃদি যাচনা, ওগো তুমি কামনা, বিধি মোর চির বাম, সে তো যাচে না ; হায়! সে তো যাচে না.! আমার কল্পনা জগতে আছো তো মূর্ত, তবু ভালোবাসা পেলো না গতি স্ফূর্ত; তোমায় নিয়ে বৃথা মোর যত ভাবনা, হায় মরি যত ভাবনা ! ছলনায় দিয়েছেন বিধি নিঠুর […]