কবিতার পাতা ডট কম
November 9, 2024
ঊর্বশী -খন্দকার আরশাদুল বারী ∞∞∞∞∞∞∞∞ তোমার দোল খেলানো চুলে আবেশে মন নেচে ওঠে। তোমার নরম গালের কোমল টোলে গানের তালে পায়ের ছন্দে আমার করুণ চোখে ঝিলিক ওঠে। তোমার শ্যামলা নাকের পাটাতনে রাগটা যখন ভেসে ওঠে খোঁড়া হৃদয় ঝাপিয়ে পড়ে তোমার প্রেম যমুনার অতলে। তোমার পাখির মত চলন মুক্তার মত হাসি বাড়িয়ে তোলে হৃদস্পন্দন ভাবায় বড্ড […]