ভাঙনের পথে -তনুশ্রী বসু (পাত্র) ∼∼∼∼∼∼∼∼∼ আকাশ আছে মাথার ওপর দিগন্ত বিস্তৃত, মহাশূন্যের পথে, সমুদ্রের ঢেউ, আছড়ে পড়ে, তটে, ভয় পাইনা একটুও, দৃঢ় মনোরথে। ভোরের সূর্য, সোনার আলো নিয়ে, পাখি ডাকে, ফুল ফোটে নিত্যদিন, এসব তো সাধারণ ঘটনা, প্রকৃতির নিয়ম, ভাঙন ধরে নদীর বুকে, প্রতিদিন। এ ভাঙন দেখা যায়না, ধীরে ধীরে, একপার ভাঙ্গে, অপর পার […]