কবিতার পাতা ডট কম November 5, 2025

জলের মুখে জ্যোৎস্না -মুহাম্মদ আমিনুল ইসলাম(অক্ষর পথিক) ≈≈≈≈≈≈≈≈≈ ভাসমান চাঁদ নদীর উপর, স্বচ্চ জলে এক রমনীর মুখোচ্ছবি। মৃদু হাসিতে নদী হেলে পড়ে তার দিকে। স্রোতের ভিতর কেমন এক চঞ্চল উন্মাদনা। মাঝি থামে, বৈঠা চুপচাপ, ঢেউ ও থামে যেন চোখে চোখ রেখে। রাতের গন্ধে ভিজে ওঠে দু’জনের নিঃশ্বাস, আর দূরের বাঁশবনে বাজে মৃদু ঝিরঝির বাতাস। প্রেমও […]

কবিতার পাতা ডট কম November 4, 2025

শূন্যে ফোটা ফুল -কৃষ্ণনীল ∞∞∞∞∞∞∞∞∞∞ নীল জানলার খোলা ফাঁক দিয়ে বাতাস ঢোকে— না, খালি বাতাস নয়, যেন নদীর ভেজা আদর। জলের আঙুলে চুম্বন বসে থাকে নিঃশব্দে, আলো ছুঁয়ে যায় কপালের ধারে, যেন স্বপ্নের মধ্যে কেউ নরম করে ডাকছে। ঘুম থেকে অচেতন পাখি উঠে চক্ষু খোলে, চোখে থাকে এক ক্ষুদ্র নীল বিস্ময়— যেন কেউ সন্ধ্যার আকাশে […]

কবিতার পাতা ডট কম November 4, 2025

আপন -অরুণ কুমার মহাপাত্র ≈≈≈≈≈≈≈≈≈≈ আপন সে তো হৃদয়ের কাছের কেউ শুনি নিয়ত তার চরণের ধ্বনি আমারই কাননে বসিয়া সে যে আপনার চেয়ে আপন আমার সে যে সুধাময় সুর প্রাণের চেয়ে আপন বাণী তার সুমধুর ছুটেছি আলোয় আঁধারে তাহারই সন্ধানে… সে যে প্রাণের আহ্লাদ নক্ষত্রের তলে শুয়ে ঘুমায়েছে মন পাইনি খুঁজে তারে… পৃথিবীর পথ ছেড়ে […]

কবিতার পাতা ডট কম November 4, 2025

বিশ্বজয়ী নারী -তনুশ্রী বসু (পাত্র) ∼∼∼∼∼∼∼∼∼ নারী শক্তির জয় হয়েছে করেছে তারা বিশ্বকাপ জয়, আমরা নারী, আমরা পারি, আমরা সর্বদা, যে অকুতভয়। স্থলে,জলে,অন্তরীক্ষে সর্বত্র নারীই একমাত্র সর্বং সহা, নারী ছিনিয়ে নিতে জানে নারী কোমল, নেয়না দয়া। ভ্রূণ কেঁদে কয় ওগো মেরোনা তোমরা আমায়, সদ্যজাত মেয়ে প্রাণভিক্ষা চায় ডাস্টবিনে কান্না থামায়। তবু ওরা জেতে মার খেতেখেতে […]

কবিতার পাতা ডট কম November 4, 2025

বিষ্ণুপুর -রত্না শ্রেয়া মুখার্জ্জী ≈≈≈≈≈≈≈≈≈≈ মল্লভূম বিষ্ণুপুরের লাল মাটির টান সারদা দেবীর পদ স্পর্শে ধন্য সেই স্থান। পরিখা ঘেরা প্রাচীন শহর ঐতিহাসিক ভূমি সেই ভূমিতে মাথা ঠেকায় পদতল তার চুমি। মন্দিরের গাত্রে আঁকা পৌরাণিক উপাখ্যান বিষ্ণুপুর ঘরানার বিখ্যাত ধ্রুপদী গান। সপ্ত সুরে অনুরণিত সাতটি বিখ্যাত বাঁধ পাথরের তোরণ দ্বারের অপূর্ব এক ছাঁদ। টেরাকোটা বা পোড়ামাটির […]

কবিতার পাতা ডট কম November 4, 2025

স্মৃতির অঙ্কন -অশোক কুমার পাইক ∞∞∞∞∞∞∞∞ জীর্ণ জীবনে, শীর্ণ কায়াতে মৃদু মন্দ আলোকে স্বপ্ন সমাহারে অপূর্ব প্রেম সম্মুখে ভাসে ঝলকে ; নগ্ন আলোকে যেমন পেরেছি তেমন যে এঁকেছি দেখেও তুমি বলতে পারো, কী নিদর্শন রেখেছি l গলিত সূর্যশিখা গলে গলে যেমন তেজদীপ্ত হয় সূক্ষ্ম তুলির রঙ ঝরে ঝরে ছবিতে হয়েছে ক্ষয়, অপূর্ব নয়ন, তীক্ষ্ণ দৃষ্টি, […]

কবিতার পাতা ডট কম November 4, 2025

মানবতা -কাব্যশ্রী মো. নজরুল ইসলাম ∼∼∼∼∼∼∼∼∼ মানবিকতা বড় অভাব ভবের বুকে দেখি, মানবিকতা যত স্বভাব সব মানুষে শেখি। মানবতার উদার নীতি আবাদ কর সবে, সৎ আদর্শ চলন রীতি মানুষ রূপে ভবে। মানবতার বিকার হলে আবাদ নষ্ট হবে, মানুষজন্ম সঠিক বলে জীবন সুখে রবে। অনুভূতির বহিঃপ্রকাশ খই ফুটিবে মুখে, দৃষ্টি ভঙ্গির মুক্ত বাতাস গায়ে বইবে সুখে। […]

কবিতার পাতা ডট কম November 4, 2025

নিজের সাথে লড়াই -উদয় পদ বর্মন ≈≈≈≈≈≈≈≈≈ নিজের সাথে করো লড়াই অন্যের সাথে নয়, যদি অন্যের সাথে করো লড়াই তবে শুধু হবে তোমার ক্ষয়। অন্যের সাথে লড়াই হয়তবা হবে তোমার সাময়িক জয়, যদি নিজের সাথে লড়াইয়ে জেতো তবে সে জয় হবে অক্ষয়। তাই,অন্যের সাথে বৃথা লড়াই শুধু সময়ের অপচয়, নিজেকে নিয়ে থাকো ব্যস্ত একদিন তোমার […]

কবিতার পাতা ডট কম November 4, 2025

অলৌকিকতায় রাষ্ট্র পিছু ঘটে -আবুল হাসমত আলী ∼∼∼∼∼∼∼∼∼∼ মানব সভ্যতা লোভি শ্রম সাধনায়, তার সাথে ছিল কিছু যুক্তি মনষ্কতা, বিজ্ঞানের অবদান যুক্তি-গ্রাহ্য সেথা, সে সমস্ত কথা পায় বইয়ের পাতায়। ধর্মীয় গুরুরা সেই যুক্তির পরিপন্থী, তারা বিজ্ঞানের জ্ঞান নিজেদের বলে, তা নাকি সব লিখিত আছে ধর্মগ্রন্থে, এভাবে বিজ্ঞানকে নিয়ে করে টানাটানি।। সভ্যতার উল্টো পথে যাত্রা দেখি […]

কবিতার পাতা ডট কম November 4, 2025

শ্যামা রূপে মা তারিণী -শ্রী স্বপন কুমার দাস ≈≈≈≈≈≈≈≈≈≈ হালকা হিমেল পরশ দেহে সোনা আলোর প্রেম শিখা, কাঁচাপাকা ধানের উপর রজত বর্ণ শিশির মাখা। ঝিমিয়ে পড়া কাশ শিউলি জাগে লাল পাঁপড়ি জবা, মাঠের দূর্বা ঊর্ধ্ব গগনে মাথা তুলে তাকিয়ে হাবা। রাখালিয়া সুরের বাঁশি ভেসে আসে হিম ভোরে, পুবের নভে তপন হাসে দুয়ার সম্মূখে সব ঘরে। […]