লিখেছেন : নুপুর বিশ্বাস ~•~•~•~•~•~•~•~•~•~ বাস্তবতার কাঁটাতারে আলিঙ্গনবদ্ধ এক বিবশ মন, নিথর দেহ,তবুও শেষ হয়নি সব, এখনো দেহে বইছে প্রাণ, অনুভূতিগুলো এখনো হয়নি ভোঁতা ক্ষতগুলো এখনো তাজা, এখনো রক্তের দাগ শুকায়নি বাতাসে কটু গন্ধ, বিশ্বাসঘাতকতার তিক্ত স্বাদ, এখনো শেষ হয়নি সাজা। ভালোবাসার ইচ্ছেগুলো এখনো সজীব, নির্লজ্জতায় এখনো শিরা,উপশিরা,ধমনীতে টগবগিয়ে ফোটে, ভীষণ চাপে অচিরেই বুঝি পড়বে […]