আত্মঘাতি গোল
-দীপু রায়
⇔⇔⇔⇔⇔⇔
আমার কাকার খুব শ্বাস কষ্ট আর বুকে ব্যথা। কাকাতো ভাইয়েরা জেলা শহরে থাকে। ভাইদের খবর পাঠিয়ে কাকাকে নিয়ে গেলাম জেলা সরকারি হাসপাতালে । ডাক্তারবাবু কাকার বুকে স্টেথোস্কোপ লাগিয়ে কানপেতে শুনলেন আর একটু গভীরভাবে নিরীক্ষণ করে দেখে বললেন – ‘ভয়ের তেমন কিছু নেই । রোগির ফুসফুসে কফ জমেগেছে। খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন।’
ততক্ষণে ভাইয়েরা এসে উপস্থিত হয়ে পড়েছিল। কিছু একটা বলতে যাচ্ছিলাম আমায় থামিয়ে বলা শুরু করলো- ‘ঐজন্য সরকারি হাসপাতালে রোগি আনতে ইচ্ছে করেনা, এখানে আসে খেতে নাপাওয়া লোকগুলো। কোনো এক্স-রে নেই , কোনোরকম কফ টেস্ট নেই ,খালি চোখের দেখা দেখল আর প্রেসক্রিপসন দিলো। ওরা জেদ দেখিয়ে কাকাকে নিকটবর্তি বেসরকারি নার্সিংহোমে নিয়ে গেল।নানারকম পরীক্ষা আর মাত্র সাতাশ হাজার টাকা বিল ওঠার পড় ডাক্তারবাবু বললেন – ‘ভয়ের কিছু নেই রোগির ফুসফুসে কফ জমেছে।’
আমি মনে মনে হাসছি। ভাইয়েরা একে অপরের মুখ চাইছে।
⇔⇔⇔⇔⇔⇔
কবি পরিচিতি-
পরিচিতি
পরিচিতি *দীপু রায়*, জন্ম ১২ই জানুয়ারি ১৯৯২, পিতা দীনেশ রায়,মাতা স্বর্গিয়া রজবালা রায়, সাম্মানিক স্নাতক(ভূগোল), স্নাতকোত্তর ডিপ্লোমা(গ্রামোন্নয়ন),ঠিকানা: উত্তর রাঙ্গালিবাজনা, পোষ্ট: রাঙ্গালিবাজনা থানা: মাদারিহাট, জেলা: আলিপুরদুয়ার, পশ্চিম বঙ্গ, ভারত। পেশা: সামাজিক নিরীক্ষা গ্রামীন সম্পদ কর্মি, মাদারিহাট-বীরপাড়া ব্লক, আলিপুরদুয়ার জেলা সামাজিক নিরীক্ষা দপ্তর। নেশা: রকমারি বই সংগ্রহ, সাহিত্যচর্চা, তাৎক্ষণিক বক্তৃতায় অংশগ্রহন। এছাড়াও বিদ্যালয় জীবন থেকেই সাহিত্য চর্চার ঝোক।আজ পর্যন্ত বিভিন্ন পত্র-পত্রিকা,কবিতা সংকলন,ই-ম্যাগাজিন,ওয়েবজিন,ব্লগজিনে ছোটো গল্প,কবিতা প্রকাশিত হয়েছে।নিয়মিত বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি করাহয়।