জোনাকিরা -কাজী সেলিনা মমতাজ শেলী ≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅ সুখ শব্দের আঁধার যেন, উপভোগ করে জোনাকিরা, সাঁঝের ইচ্ছা বিলাসে বিভোর, জোনাকির কল্পনারা। সন্ধ্যার পঙক্তিতে জীবন উপভোগ করে ইচ্ছা বিলাসে, জীবনের সাথে মিশে, ছন্দের ঝংকারে আছে যেন সে। বৈচিত্র সৃষ্টি রহস্যময় ভুবন ,দু’হাতে সত্যের ডালি, কম- বেশি ওই মিথ্যাবাদীর হস্ত হতে পারে খালি। হৃদয় শতদল উঠলো মেতে, হৃদয়ের ছোট্ট […]