ধ্রুবতারা -আবুল হাসমত আলী ≅≅≅≅≅≅≅≅≅≅≅ হেমন্তের সন্ধ্যাবেলা খিলখিল হাসি, কচিকাচাদের চোখে দেখি রাশি রাশি। আকাশের বৃষ্টি দেয় ধরায় অঞ্জলি, ঠিক আজকের দিনে ফুটেছিল বেলি। না না নাম তার বেলি নয়, নাম বৃষ্টি , মেঘ বালিকাও সে নয়, নরকূলে সৃষ্টি। অনেক পথ পেরিয়ে আজ সে ষোড়শী, ধরার বুকে আজ সে বড্ড হাসি খুশি। প্রাণ প্রাচুর্যে ভরপুর […]