মন কাকে খুঁজো তুমি? -মাধবী ঘোষ ♥♥♥♥♥♥♥♥♥♥♥ চোখ, তুমি খুঁজে বেড়াও কা’কে? যাকে খোঁজো, সে তো তোমার সামনেই আছে দাঁড়িয়ে। মন, তুমি চাইছো কা’কে ? যাকে চাইছো,সে তো বসে আছে তোমারই মনের মাঝে। উদাস বাউল বাতাস আজ বলছে ফিসফিসিয়ে, বলছে কানে কানে, ভালোবাসো যাকে, তাকে ধরে রাখো বুকের মাঝে৷ লজ্জার আবরণে ঢেকে আছে ঠোঁট দুটি […]