ছন্দে বাঁচে জীবন -তনুশ্রী বসু (পাত্র) ∼∼∼∼∼∼∼∼∼∼∼∼ জীবনের একটা ছন্দ আছে দিগন্ত যখন প্রাণ খুলে হাঁসে, জীবনের ছন্দগুলো প্রাণ পায় পূর্ণিমার চাঁদ জ্যোৎস্নায় ভাসে। মনের অলিন্দে নানা স্মৃতি উঁকি দেয়, যখন তখন, মন আনন্দে মাতোয়ারা ঠিক জল তরঙ্গের মতন। সেই যে নদীর ধারের শালুক শাপলার কানাকানি প্রেম প্রীতি, এখানেও জীবনের ছন্দ আছে নিস্তরঙ্গ জীবনে সুর […]