প্রেমিক হবোই আমি -পার্থ গোস্বামী ♦♦♦♦♦♦♦♦♦ ওগো পাহাড় শুনছো তোমায় ভীষণ ভালোবাসি মেঘের সাথে খেলবো আঁকিবুঁকি।অনেক আগেই মায়াবী রূপের প্রেমে পড়েছি,, তোমার প্রেমিক হবো আমি।। হ্যাঁ প্রেমিক হবোই মনে থাকে যেনো?? মেঘবালিকার সাথে গপ্পো করে,, খানিকবাদে ঝরবো দুজন নাহয় একসাথে একই আলিঙ্গনে।। প্রেমিকা তুমি মনে থাকবে?? ভোরের আলো গায়ে মেখে,, শিশির ভেজা সবুজ পাতার সুগন্ধি […]