কান্না হাসি -পিন্টু রায় ⇔⇔⇔⇔⇔⇔⇔ আমি হাসতে পারি সবার কাছে দুঃখটাকে আড়াল করে, অবহেলাও সইতে পারি কষ্টটাকে আঁকড়ে ধরে। দিন প্রতিদিন নিয়ম মাফিক সুখে থাকার নাটক চলে, কান্না ঢাকি কোনও রকম, যেন ভাসতে নাহয় চোখের জলে।। মান অপমান কবেই যেন হারিয়ে গেছে যাইনি বোঝা, এমন ভাবে বেঁচে থাকাও কারো কাছে নয়তো সোজা।। যার কাছে যায় […]