আজ আমি নির্বাসনে -নুপুর বিশ্বাস ♥♥♥♥♥♥ আজ—— ———-আমি নির্বাসনে, ম্রিয়মাণ বিকেলে- বসে আছি একা বিষাদ মনে, চাপা কষ্টের নিশ্চুপ ঢেউ, পাথরের মত নিথর দেহ, মৃতের মত শীতল, পলকহীন চোখ, যন্ত্রণার সমুদ্রে ভাসছে ওই লাল খামে একগুচ্ছ চিঠি, শুকনো গোলাপের পাপড়ি, পুরোনো গিটার, একসাথে গাওয়া গান, আর স্মৃতির কলতান। গুপ্ত কষ্টে পাঁজর ভাঙ্গে, শ্রাবণধারায় মিশে যায় […]