শেষ বিদায় -বিপ্লব শামীম ≈≈≈≈≈≈≈≈≈ কাফনে মোড়ানো লাশ জানায়, চিরস্থায়ী নয় এই জগত, যতোই বানাও অট্টালিকা বিশাল সব ছেড়ে করতে হবে যে হিজরত! তুমি কি কখনো কষেছ হিসাব তোমার দেখা মানুষের আয়ু, ভিজে যাবে আখি, ফেলবে দীর্ঘশ্বাস কখন যেন যায় প্রিয় প্রাণবায়ু! শুনশান নিরব, নিস্তব্ধ জায়গায় বসো মনের চোখ খুলে পুরনো সব যতো কর্ম তোমার […]