মোহভঙ্গ -শান্তি দাস ≈≈≈≈≈≈≈≈ বড় আশা নিয়ে ঘর বেঁধেছি সাজিয়েছি যতনে, কেন আজ এ ঘর শূন্য হলো তোমার কারণে। বুঝিনি এমন আঘাত আসবে মোদের ভালোবাসায়, তোমার সাথে সুখের ঘর বাঁধবো ছিলাম আশায়। স্বপ্ন মোর ভেঙ্গে চুরমার জীবনে মোহভঙ্গ এলো আঁধারে, বুঝেছি স্বপ্ন আমার স্বপ্ন বেঁধেছি বেদনার বালুচরে। হে বিধাতা জীবন মানেই ভাঙা গড়া ভালোবাসার মাঝে, […]