অনুতাপ -বিনয় জানা ≈≈≈≈≈≈≈≈ ঊষর মরুর বুকে একা– চার পাশে ধু ধু বালি! না, এ নির্বাসন নয়, জীবনের সন্ধানে প্রহর গননা! সুখের সুরধনী হারিয়েছে স্রোত, বুকে জ্বলে রাবনের চিতা! স্মৃতির ফসিল গুলো মনের গহনে উকি দেয়, বিদ্রুপ করে! একাকিত্ব দুর্বিসহ— তৃষ্ণায় গলা ফাটে—- তাই, মরুর উটের মত কাটা গাছ চিবাই, রক্ত ঝরে– তৃষ্ণা মরে—- ≈≈≈≈≈≈≈≈ […]