হে চির মহিয়ান -জি কে শাফায়াত আলী ∼∼∼∼∼∼∼∼∼∼ এই ত্রিভুবনে যতো সৃষ্টি, সবি তোমার অবদান। শুকরান..শুকরান……..হে চির মহিয়ান।। সাজিয়ে’ছ এই পৃথিবী, দিয়া পর্বত মালা। আরও কতো খাল বিল, সুন্দর নদী নালা।। আর বসিয়ে’ছ পাগলের মেলা, গাইতে তোমার গুণগান। মায়ের গর্ভে নবজাতক, যখন ধরাও আকার। তুমি দিয়াছ তখনি যোগান, সেই শিশুরও আহার।। তুমি…এই তামাম বিশ্বের সর্দার, […]