শিয়াল শকুন -জি কে শাফায়াত আলী ≈≈≈≈≈≈≈≈≈≈≈ বন্য পশুর সমতুল্য ওরা, শেয়াল শকুন। রক্ত চুষে খাওয়ার দল, ওরা মাথার উকুন। ওরা ভয়ংকর হিংস্র অসুর, দেশের আবর্জন। অবাক!কতটুকু করলে বর্বর, রক্ত ঝরে নয়ন। এদের বংশ থেকে পিতা-মাতা, দিয়েছে কী শিক্ষা? ওরা দেশে কলুষিত কুলাঙ্গার, ওদের দেই ধিক্কা। ওদের কুকর্ম উদ্বেগে যাবে, ধ্বংসে নতুন প্রজন্ম। শুনতে ও […]