নিঃশব্দ রাতের ব্যথা -সুজিত ঘোষ ∼∼∼∼∼∼∼∼∼∼ শেষ রাতের নিঃশব্দে, চাঁদও থমকে থাকে, মনের ভেতরে শুধু বেদনার ঢেউ জাগে। প্রতিটি মুহূর্তে তোমার ছায়া ভেসে আসে, হৃদয়ের ভেতর ব্যথার অমোঘ সুর বাজে। হাসি যে ছিল আমাদের সঙ্গী পথে, আজ তা শুধু স্মৃতির আড়ালে খোঁজে। কথায় বলা যায় না, চোখে লুকানো ব্যথা, শেষ রাতের নিঃশব্দে কাঁদে অন্তরস্বপ্নটা। বাতাসও […]