করুণ দশা -অসিত ঘোষ ♦♦♦♦♦♦♦♦♦♦♦ শিক্ষা আজ পণ্য হয়েছে, জ্ঞান বিকোয় হাটে, ডিগ্রির লোভে ছুটে সবাই, আসল শিক্ষা কাটে। বইয়ের বোঝা কাঁধে নিয়ে, ছুটছে ছেলেমেয়ে, প্রতিযোগিতার ইঁদুর দৌড়ে, ভবিষ্যৎ যায় খেয়ে। শিক্ষক আজ অসহায়, সিলেবাসের দাস, সৃজনশীলতা হারিয়েছে, নেই কোনো উল্লাস। নোট আর সাজেশন গিলছে, তোতাপাখির মতো, মেধা যাচাই হয় না তাতে, হয় শুধু ক্ষত। […]