যুযুধান -বিজয়া মিশ্র ⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔ যুদ্ধ এখন প্রতিদিনের শিরোনাম পরিবার থেকে দেশ বিদেশের ভুঁয়ে, কত কূটকৌশল কত জিঘাংসা,স্বার্থ কেউ আখের গোছায় অন্যের দুঃসময়ে। যুদ্ধ এখন ঘরে বাইরে সর্বত্র দু দেশের যুদ্ধে মাথাব্যথা ,জল্পনা , যুদ্ধ মানেই লিখিত অলিখিত ধ্বংস যুদ্ধের ক্ষত হাহাকার আর যন্ত্রণা। যে মেয়েটি গতর ফাটিয়ে খাটে দিনের শেষে পরিচয়ে ক্ষত প্রতিদিন, তেমন জীবন […]